গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের জন্য বরাদ্দপ্রাপ্ত ২৫ নিউ ইস্কাটন, ঢাকা এর বাড়িটি দপ্তরের নিজস্ব দাপ্তরিক ভবন হিসেবে ২৯ অক্টোবর ২০১৯ তারিখে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এম.পি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের উর্ধতন কর্মকর্তাগণ, বিদ্যুৎ সেক্টরের সংস্থা প্রধানগণসহ প্রাক্তণ প্রধান বিদ্যুৎ পরিদর্শকগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বিদ্যুৎ পরিদর্শক (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ বজলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের মাঝে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের তথ্য সম্বলিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।