Wellcome to National Portal
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মার্চ ২০২১

২৬শে মার্চ ২০২১ মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন।


প্রকাশন তারিখ : 2021-03-28

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর কর্তৃক ২৬ শে মার্চ ২০২১ তারিখ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। বর্ণাঢ্য উদযাপনে নিম্নলিখিত কর্মসূচি পালিত হয়:

১। ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালনে রাত ৯:০০-৯:০১ পর্যন্ত ১(এক) মিনিট বিদ্যুৎ বন্ধ রাখা হয়।

২। সরকারি নির্দেশনা অনুযায়ী দপ্তর আলোক সজ্জা করা হয়।

৩। ২৬ শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে দপ্তর প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক (যুগ্মসচিব) আবুল খায়ের মোঃ আক্কাস আলী।

৪। দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ সকাল ৭.০০ ঘটিকায় দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু করে রাজধানীর প্রধান প্রধান সড়কে র‌্যালি করেন। র‌্যালিতে নেতৃত্ব দেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক (যুগ্মসচিব) আবুল খায়ের মোঃ আক্কাস আলী।

৫। সকাল ৯.০০ টায় দপ্তরের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা ও স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা, দোয়া ও মোনাজাতে প্রধান বিদ্যুৎ পরিদর্শক (যুগ্মসচিব) আবুল খায়ের মোঃ আক্কাস আলীসহ দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।