গত ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের সভা কক্ষে ইলেকট্রিশিয়ানদের ডিজিটাল বৈদ্যুতিক কারিগরি পারমিট প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:), বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মোঃ মাহবুব-উল-আলম, এনডিসি এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন-২) জনাব এ. কে. এম. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিদ্যুৎ পরিদর্শক ও চেয়ারম্যান, বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড জনাব মোহাম্মদ বজলুর রহমান, অতিরিক্ত সচিব।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ইলেকট্রিশিয়ানদের এই প্রথম বারের মত ডিজিটাল বৈদ্যুতিক কারিগরি পারমিট প্রদান করা হয়। ডিজিটাল বৈদ্যুতিক কারিগরি পারমিট প্রদান কার্যক্রমটি অব্যাহত থাকবে এবং এই কার্যক্রমটি আরো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর করার প্রক্রিয়াধীন আছে।